Breaking
23 Dec 2024, Mon

ধান কাটার মেশিন পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল চালকের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ ধান কাটার মেশিন পরিষ্কার করার সময় গলায় ফাঁস লেগে গিয়ে মৃত্যু হল চালকের। বুধবার সকালে বিনপুর থানার গ্রামে রাজপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম চিত্ত বেজ (৩৯)। তাঁর বাড়ি লালগড় থানার গুড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ধান কাটার মেশিন গাড়ি চালানোর জন্য রাজপাড়া গ্রামে গাড়ির মালিক পিন্টু প্রতিহারের বাড়িতে এসেছিল চিত্ত। এদিন পিন্টুবাবুর ৫ বিঘা জমির ধান কাটার কথা ছিল। ওই গাড়িটি চালানোর আগে মেশিন পরিষ্কার করছিলেন চালক। গাড়ি চালিয়ে মেশিন পরিষ্কার করার সময় চালকের গলায় থাকা গামছা মেশিনের মধ্যে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে গামছার ফাঁস লেগে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এসে ওই গাড়িটি বন্ধ করে চালককে উদ্ধার করে বিনপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পরে তাঁকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হয়। মৃতের ভাই নয়ন বেজ বলেন, দাদা কখনও ট্রাক্টর, আবার কোনও সময় ধান কাটার মেশিন চালাত। এই মালিকের কাছে সদ্য কাজে যোগ দিয়েছিল। আমরা দুর্ঘটনার খবর পেয়ে এসেছি।

Developed by