Breaking
23 Dec 2024, Mon

শবর রোগীর পাশে দাঁড়ালেন টিএমসিপির রাজ্য সম্পাদক আর্য্য ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শবর রোগীর পাশে দাঁড়ালেন টিএমসিপির রাজ্য সম্পাদক আর্য্য ঘোষ। নয়াগ্রামে ব্লকের এগারো বছরের জয়দীপ মল্লিক সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সকালে প্রথমে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন উপসর্গ বলতে ছিল জ্বর ও পেট ব্যাথা। তারপর ঝাড়গ্রাম জেলা হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক। গতকাল বিকেল তিনটে নাগাদ ঝাড়গ্রামে নিয়ে আসে জয়দীপের পরিবার। জয়দীপের বাবা ছানু মল্লিক ও মা সোনালী মল্লিক শালপাতা সংগ্রহ করে দিন গুজরান করেন। লকডাউনের জেরে সে দিক থেকে সংকটেও রয়েছেন। ঝাড়গ্রামে আসার পর অর্থ সংকটে পড়ে নয়াগ্রামের ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল দত্তকে বিষয়টি তাঁরা জানান। উজ্জ্বলবাবু বিষয়টি দেখার জন্য ঝাড়গ্রাম শহরের বাসিন্দা তথা টিএমসিপির রাজ্য সম্পাদক আর্য্য ঘোষকে বলেন। তারপরেই এদিন বিকেলে আর্য্য জয়দীপের বাবার হাতে খাবার ও নগদ ২ হাজার টাকা তুলে দেন। রাজ্য সম্পাদক আর্য্য ঘোষ বলেন,‘অসুস্থ ছেলেকে ভর্তি করে সমস্যায় পড়ায় উজ্জ্বল দা ফোন করে বিষয়টি আমাকে জানানোয় আমি আমার সামর্থ্য মত পাশে দাঁড়িয়েছি। খোঁজ নিয়েছি উনার ছেলে এখন ভালো আছে আগের থেকে।’

Developed by