Breaking
1 Nov 2024, Fri

সদ্যোজাতকে খেয়ে ফেলল নিজের মা! জীবিত নেই ‘হর্ষিণী’র সদ্যোজাত শাবক, জানিয়ে দিল জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সমস্ত জল্পনার অবসান। চিতাবাঘ হর্ষিণীর শাবক জীবিত নেই। ৪১ দিন পর জানিয়ে দিল জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। সোমবার সারাদিন খোঁজার পর বিকেলে এহেন সিদ্ধান্তে উপনীত হয়েছে পার্ক কর্তৃপক্ষ। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বিকেলে বলেন,‘হষির্ণী তার নিজের সদ্যোজাত শাবককে খেয়ে ফেলেছে। আমরা অপেক্ষা করছিলাম কিছু সময়ের। অনেক সময় শাবককে লুকিয়ে রাখে চিতাবাঘ। ইতিমধ্যে ৪১ দিন পেরিয়ে গিয়েছে। এদিন কর্মীরা সম্পূর্ণ এনক্লোজার খুঁজেও পায়নি শাবকটিকে।’ গত ১লা বৈশাখ পার্কের মধ্যে শাবকের জন্ম দিয়েছিল হর্ষিণী। প্রথম দু’দিন দেখতে পাওয়ার পর আজ দেখা পাওয়া যায়নি সদ্যোজাত শাবকটির। যা নিয়ে চিন্তায় পড়েন পার্ক কর্তৃপক্ষও। কোথায় গেল শাবকটি? সাধারণত চিতাবাঘ শ্রেণির বন্যপ্রাণীরা বেশ কিছু দিন নিজেদের বাচ্চাকে লুকিয়ে রাখে। এক্ষেত্রে তেমনটা হতে পারে বলে মনে করেছিল পার্ক কর্তৃপক্ষ। কিন্তু সোমবার বিকেলে সেই সমস্ত জল্পনার অবসান হয়। পার্কে নেই চিতাবাঘের শাবক। খেয়ে ফেলেছে নিজের মা!

Developed by