Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামের বাঘঝাঁপা গ্রামে দু’জন শিশু সহ মোট তিনজনকে মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হল প্রশাসনের উদ্যোগে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার বিকেলে ঝাড়গ্রামের বাঘঝাঁপা গ্রামে দু’জন শিশু সহ মোট তিনজনকে মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হল প্রশাসনের উদ্যোগে। এতদিন ধরে স্বাস্থ্যকর্মীরা বাড়ি গেলে তাঁর গা ঢাকা দিতেন অথবা জঙ্গলে পালিয়ে যেতেন। গ্রামের বাসিন্দারা জানিয়ে ছিলেন,‘করোনার ভয়ে চিকিৎসা করাতে গ্রামের বাইরে স্বাস্থ্যকেন্দ্রে যায়নি কেউই।’

সকলেই কপাল কাটার হাতুড়ে চিকিৎসা করান। তাতে কেউ কেউ ভালো হতেই আর সরকারি স্বাস্থ্যকেন্দ্রের দিকে পা মাড়াননি জণ্ডিস হওয়ায় মানুষজন। রবিবার ঘটনার কথা জানতে পেরে বাঘঝাঁপা গ্রামে গিয়েছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। গ্রামের বিভিন্ন নলকূপের জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গ্রামবাসীদের জনস্বাস্থ্য সম্পর্কে সচেতন করার প্রচারও চালানো হচ্ছে। এদিন বিকেলে ফের গ্রামে যান বিডিও অভিগ্না চক্রবর্তী এবং ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। অ্যাম্বুলেন্সে করে অসুস্থ ব্যক্তিদের মোহনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।

Developed by