Breaking
23 Dec 2024, Mon

কোন উপসর্গ ছাড়ায় ঝাড়গ্রামে তিন জনের করোনা পজেটিভ !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কোন উপসর্গ ছাড়ায় ঝাড়গ্রামে তিন জনের করোনা পজেটিভ ! যা কিনা চিন্তা ও উদ্বেগের। তাহলে কি করোনা ভাইরাস তার চরিত্র বদল করে ফেলল ? এই তিন জনের মধ্যে রয়েছে এক ৩ বছরের শিশু কন্যাও। আরেক ১৮ বছরের যুবক ও ৩৭ বছরের এক ব্যক্তি। তিন বছরের শিশু কন্যার বাড়ি জামবনি ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামে। আঠারো বছরের যুবকের বাড়ি লালগড় ব্লকের বৈতা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। আর সাঁয়ত্রিশ বছরের ওই ব্যক্তির বাড়ি বিনপুর থানার অন্তর্গত বিনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও সাঁয়ত্রিশ বছরের ওই ব্যক্তি থাকতেন ঝাড়গ্রাম শহরে। তিনি যে ভূষিমাল দোকানে কাজ করতেন সেই দোকানের মালিকের বাড়িতেই থাকতেন। আর সেখানে থাকা অবস্থায় রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়েছে। বিষয়টি ওই দোকানের কর্মচারী কার কার সংস্পর্শে এসেছিলেন ? তার নামের তালিকা করছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যে, বেশ কয়েকজনের করোনা পরীক্ষা রবিবারই নমুনা সংগ্রহ নেওয়া হয়েছে। আর বাকি দুই জন শিশু কন্যা ও যুবক তাঁরা এসেছিলেন ভিন জেলা ও রাজ্য থেকে। সেক্ষেত্রে এখানে এসে তারা কার কার সংস্পর্শে এসেছিলেন তাদের নামের তালিকা তৈরি করছে পুলিশ-প্রশাসন। উপসর্গ বিহীন করোনা ভাইরাস তিন জনের হওয়ায় কিভাবে এল তা ভাবছেন সকলে !

Developed by