Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলায় একসঙ্গে তিনজনের পজেটিভ রিপোর্ট দিয়ে করোনার খাতা খুলল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় একসঙ্গে তিনজনের পজেটিভ রিপোর্ট দিয়ে করোনার খাতা খুলল। কিছুক্ষণ আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে তিনজন করোনা পজেটিভের কথা উল্লেখ রয়েছে। ১০ মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনের ১৪ নম্বর সিরিয়ালে ঝাড়গ্রাম জেলার তিনজনের শরীরে করোনার সন্ধান পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঝাড়গ্রাম জেলায় এই প্রথম সরকারি ভাবে করোনা পজেটিভের কথা ঘোষণা করা হল। যা কিনা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের কাছে। গ্রীনজোনে থাকা ঝাড়গ্রাম জেলায় একসঙ্গে তিনজনের করোনা পাওয়ায় উদ্বিগ্ন সকলেই। এদিন সকালে তারই পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেট সিল করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, জুবলি মার্কেটের এক ভূষিমাল দোকানের কর্মীর পজিটিভ রিপোর্ট আসার পরই রবিবার দুপুরে জুবলি মার্কেট সিল করার পর বিকেলে করোনার সংক্রমণ ঠেকাতে জুবলি মার্কেটে স্যানিটেশন করা হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Developed by