Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে গত দু’দিনে ওড়িশা থেকে আসা ৭৭৫ জন পরিযায়ী শ্রমিককে বাসে করে বাড়ি ফিরলেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে ওড়িশার হাতিবাড়ি সীমান্ত থেকে ৭৭৫ জন পরিযায়ী শ্রমিককে বাসে করে বাড়ি পাঠানো হল। এ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁদের বাড়ি।

কাজের সূত্রে তাঁরা ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বিভিন্ন এলাকায় থাকতেন। লকডাউনে সেখানে থাকলেও টাকা ও খাবারের সংকট দেখা দেওয়ায় বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। শুক্রবার শনিবার বিকেলে হাতিবাড়ি মোড়ের সামনে পায়ে হেঁটে তাঁরা জড়ো হন। তারপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে ওড়িশা থেকে আসা ৭৭৫ জন পরিযায়ী শ্রমিককে বাসে করে বাড়ি ফেরানো হয়। সঙ্গে তাঁদের খাবারের ব্যবস্থা করে গোপীবল্লভপুরে বিডিও এবং আইসি। পাঠানোর আগে তাদের নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মুর্শিদাবাদ, নদীয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার শ্রমিকরা রয়েছেন। ঝাড়গ্রাম জেলার শ্রমিকদের হোম কোয়ারাইন্টনে পাঠানো হয়েছে।

Developed by