Breaking
24 Dec 2024, Tue

ভুয়ো প্রেস লেখা গাড়ি আটক করে হাওড়াতেই ফেরত পাঠাল ঝাড়গ্রাম পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ আগেই খবর করে জানিয়েছিল ঝাড়গ্রাম জেলায় ভুয়ো প্রেস লেখা গাড়ি ঢুকে পড়ছে। কিন্তু ওই গাড়ি গুলিতে সংবাদমাধ্যমের কোন প্রতিনিধি থাকছেন না। শুধুমাত্র গাড়ির কাঁচে সামনে ও পিছনে ইংরেজিতে লেখা থাকছে প্রেস। করোনো মোকাবিলার জন্য সারাদেশ জুড়ে চলছে লকডাউন। সেখান একমাত্র সংবাদমাধ্যমকেই সর্বত্র যাওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার গুলি।আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন। ঝাড়গ্রাম জেলার চারিদিকে এহেন গাড়ি ঘুরে বেড়াচ্ছে। কখনও সেই প্রেস লেখা রয়েছে মোটর সাইকেলে অথবা চারচাকা গাড়িতে। কয়েক দিন আগেই এমনই চাঞ্চল্যকর খবর সবার আগে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশেই প্রচারিত হয়েছিল। তারপর থেকেই প্রেস লেখা গাড়ি গুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বুধবার দুপুরেও ঝাড়গ্রাম জেলা শহরের প্রবেশ মুখে সারদাপীঠ মোড় সংলগ্ন নাকা চেকিং এ ভুয়ো প্রেস লেখা একটি মারুতি গাড়ি আটক করে পুলিশ। যদিও ওই গাড়িতে সংবাদমাধ্যমের কোন প্রতিনিধি ছিলেন না। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারেন, ওই গাড়িটি রেড জোন হাওড়া থেকে এসেছে। বিষয়টি শোনার পরই গাড়িটিকে ঘুরিয়ে ফের হাওড়ায় ফেরত পাঠিয়েছে পুলিশ।

Developed by