Breaking
24 Dec 2024, Tue

‘শান্ত’ স্বভাবের হাতিকে উত্যক্ত করায় হাতির হানায় মৃত্যু হল পৌঢ়ের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ শান্ত স্বভাবের খড়ুকে উত্যক্ত করার পর ক্ষিপ্ত হয়ে আছড়ে মারল পৌঢ়কে। মঙ্গলবার বিকালে ঝাড়গ্রামের গড় শালবনী জঙ্গলে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম, মদন মাহাত(৩৭)।
ঝাড়গ্রাম, লোধাশুলি এলাকায় বিভিন্ন জায়গায় নিজের মনে ঘুরে বেড়াত শান্ত স্বভাবের হাতিটি। হাতিটি খড়িয়ে খড়িয়ে হাটার জন্য বনকর্মী ও স্থানীয় মানুষজন ‘খড়ু’ নামে পরিচিত। বনকর্মীদের দাবি, হাতটি এতটাই শান্ত যে কাছে গেলেও কিছু করত না। মঙ্গলবার বিকালে ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনীর জঙ্গলে হাতিটি উত্যক্ত করছিল স্থানীয় লোকজন। হাতিটিকে উত্যক্ত করার ফলে হাতিটি তাড়া করে। সেই সময় হাতির সামনে পড়ে যান মদন মাহাত। হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে। এমনকি পিঠে দাঁত ঢুকিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হেলোইচ্চি বলেন, হাতিটি খুবই শান্ত স্বভাবের। কিছু লোক জঙ্গলের ভিতরে ঢুকে উত্যক্ত করছিল। জঙ্গলের ভিতের ঢুকে উত্যক্ত করলে আমরা কি করব?ফাইল চিত্র

Developed by