Breaking
24 Dec 2024, Tue

পেঁয়াজ গাড়ির পাঞ্জাবের চালক ‘খুন’, খালাসির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল ঝাড়গ্রাম থানার পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পেঁয়াজ গাড়ির পাঞ্জাবের চালক ‘খুন’ হয়েছে। খালাসির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করল ঝাড়গ্রাম থানার পুলিশ। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড রাজ্যের জামশোলা- বহড়াগোড়ার জাতীয় সড়কে। খুন হওয়া গাড়ি চালকের নাম সুখমন্দার সিং। বছর সায়ত্রিশের সুখমন্দার সিং এর বাড়ি পাঞ্জাব রাজ্যের মৌগা জেলার ভালোর গ্রামে। ওই রাজ্যেই একই জেলায় বাড়ি খালাসি প্রদীপ সিং এর।
খুন হওয়ার পর প্রায় ৪৫ কিলোমিটার রাস্তায় অনেক গুলি চেকপোস্ট পেরিয়ে লোধাশুলির নাকা চেকিং ধরা পড়ে গাড়িটি। তারপর মৃতদেহ ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে জানিয়ে দেন। সোমবার ঝাড়গ্রাম থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০২ নম্বর ধারায় খুনের মামলা রুজু করেছে। কিন্তু কে খুন করেছে তা এখনও পরিস্কার নয় পুলিশের কাছে।

Developed by