Breaking
1 Nov 2024, Fri

করোনা মোকাবিলায় একদিনের বেতন ২১ লাখ টাকা দান করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ কর্মীরা, কুর্নিশ আপনাদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ব্যস্ত বাজারের ভিড় সামলানো। খাঁ খাঁ রোদে দাঁড়িয়ে রাস্তার ট্রাফিক সামলানো। করোনো নিয়ে মানুষজনদের সচেতনতা করতে ‘গান’ ছেড়ে গানও রচনা করেছেন তাঁরা। ছুটির বদলে প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষার ব্রতে তাঁরা প্রাণপণ চেষ্টা করছেন। শুধু কি তাই? এমনকি রোগীর সংকটে এগিয়ে এসে রক্তদানও করেছেন পুলিশ কর্মীরা। এবার তাঁরা আরো এক বড় পদক্ষেপ নিয়ে আর্থিক ভাবে রাজ্যের ত্রাণ তহবিলকে শক্ত করলেন। করোনা মোকাবিলায় রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলে তুলে দিলেন নিজেদের একদিনের বেতন। শুধু সচেতনতার জানান দেওয়া নয়। সমাজ দেখলো তাঁদের আরো এক মানবিক মুখ! ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘করোনো মোকাবিলার জন্য আমাদের জেলার পুলিশ কর্মীরা তাঁদের একদিনের বেতন সোমবার নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে এনএফটির সাহায্যে রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলে ২১ লাখ ১৬ হাজার ৭৮ টাকা প্রদান করেছেন।’ ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সমস্ত পুলিশকে কুর্নিশ জানাই।

Developed by