ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : উপসর্গ ছাড়ায় রাঁচির ব্যক্তির করোনা পজেটিভ হওয়ায় চিন্তায় পড়েছেন গোপীবল্লভপুরে তাঁর পরিবার। করোনা পরীক্ষার আগে বা পরে কোন উপসর্গ দেখা মেলেনি ওই ব্যক্তির শরীরে। যদিও তিনি আগামী ৭ মে বাড়ি ফিরে আসার জন্য নিজ উদ্যোগে তাঁর শরীরের পরীক্ষা করিয়ে ফিট সার্টিফিকেট আনতে যান। তখন সেখানে করোনা আছে জানার জন্য পরীক্ষা করা হয় গত ২১ তারিখ। তারপরই ২৫ এপ্রিল তাঁর করোনা পজেটিভ দেখা মিলেছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে ওই ব্যক্তি ১৪ আগে গিয়েছেন। তাই এখানে এসে করোনা সংক্রমনের তেমন লক্ষণ পাওয়া যাচ্ছে না। কারণ এখানকার তাঁর সংস্পর্শে আসা কোন ব্যক্তিই অসুস্থ হননি। ওই ব্যক্তি রাঁচিতে ফিরে গিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময় সেখানে কোনভাবে করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই মুহূর্তে ওই ব্যক্তি ‘সুস্থ’ রয়েছেন বলে তিনি দাবি করেছেন।