ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাঁচির করোনা পজেটিভ ব্যক্তির সঙ্গে ‘যোগ’ পাওয়ায় গোপীবল্লভপুরের ৮ জনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে এক ব্যক্তি ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে ল্যাবরেটরিতে কাজ করেন। ওই ব্যক্তির বাবা অসুস্থ থাকায় গত ২৫ মার্চ তিনি গোপীবল্লভপুরে আসেন। পরের দিন তাঁর বাবা প্রয়াত হন। বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া সেরে গত ৯ এপ্রিল মোটর সাইকেলে করে রাঁচিতে ফিরে যান ব্যক্তিটি। আগামী ৭ মে গোপীবল্লভপুরে আসার জন্য অগ্রিম শারীরিক পরীক্ষা করতে রাঁচির হাসপাতালে যান। সেখানেই গত ২৫ তারিখ তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তারপরই ওই ব্যক্তিকে রাঁচিতে আইসোলেশনে পাঠানো হয়। পাশাপাশি গত ২৬ এপ্রিল রাঁচির ডেপুটি কমিশনার রাই মহিমাপত রায় চিঠি দিয়ে ৮ জনের নামের তালিকা ঝাড়গ্রামের জেলাশাসককে পাঠিয়েছেন। তারপরেই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ৮ জনকে খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদের শারীরিক পরীক্ষাও করানো হবে বলে জানা গিয়েছে।
ছবি : প্রতীকী