ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এমন উপহার তো সবাই চাই! যা মানুষ ও সমাজকে সুস্থ রাখবে। সে কি ? হ্যাঁ, আজকের দিনে সেই মাস্ক উপহার। যা আর পাঁচটা জিনিস থেকে আলাদা। সত্যিই আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। আপাত অর্থে হয়তো কিছুই নয়।
কিন্তু করোনার লকডাউনের বাজারে তা খুবই প্রয়োজনীয়। সারাদিন ধরে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার কাজটা করেন সাংবাদিকরা। তাঁদের ক্ষেত্রে মাস্ক আরোও জরুরি। মুখে সারাদিন মাস্ক পরে খবর সংগ্রহ করে মানুষকে সচেতনতার কাজ করেন সাংবাদিকরা। আর সেই সাংবাদিকদের হাতে মাস্ক নিজে এনে তুলে দিলেন ঝাড়গ্রামের মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ জিষ্ণু বাগচী। সামান্য দান কখনও অসামান্য হয়ে উঠে! তার প্রমাণ হয়ে উঠলেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ জিষ্ণু বাগচী। তিনিই একমাত্র ব্যক্তি যিনি সাংবাদিকদের জন্য ভেবেছেন। ধন্যবাদ তাঁর এই মহতী উদ্যোগকে।