Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রামের আম্বিশোল গ্রামের ‘দায়িত্ব’ নিল বাংলা পক্ষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের আম্বিশোল গ্রামের ‘দায়িত্ব’ নিল বাংলা পক্ষ। ওই গ্রামের মধ্যে রয়েছে জঙ্গলমহলের আদিবাসী-জনজাতি মানুষজন। লকডাউনের জেরে তাঁদের এখন রোজগার বন্ধ। বাংলা পক্ষের ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে আম্বিশোল গ্রামের সব পরিবারের হাতে সাবান, মাস্ক ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে গত কয়েক দিন ধরে।‘বাংলা পক্ষে’র কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক মাইতি জানিয়েছেন,‘লকডাউন দ্বিতীয় বার ঘোষণা হওয়ার পর ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের আম্বিশোল গ্রামের সব পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি। তাঁদের হাতে সাবান, মাস্ক থেকে শুরু করে খাদ্যসামগ্রী দফায় দফায় বিলি করছি। লকডাউন যতদিন চলবে ততদিন ওই গ্রামের পাশে থাকার আমরা অঙ্গীকার করেছি। আপনারাও এভাবে এগিয়ে আসুন, লকডাউনে সমাজের দরিদ্র মানুষগুলির পাশে দাঁড়ান।’

Developed by