ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজ্য সরকারের নির্দেশ মেনে সব্জী বিক্রেতার হাতে মাস্ক ও গ্লাভস তুলে দিল ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব। সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব।রাজ্য সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও ঝাড়গ্রাম শহরের সব্জী বাজারে বেশ কিছু ব্যবসায়ী মাস্ক ও গ্লাভস পরছেন না। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই রবিবার সকালে ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সদস্যরা সব্জী মার্কেটে ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন মাস্ক ও গ্লাভস। এদিন সকালে ওই কর্মসূচীর সূচণা করেন ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। এদিন আইসি এক সব্জী বিক্রেতার হাতে মাস্ক তুলে দেন। আইসি ওই ব্যবসায়ীকে বলেন,’বাজারে সব্জির বিক্রির সময় অবশ্যই মুখে মাস্ক পরবেন। বাড়ির লোকজনকে বলবেন, অযথা বাড়ি থেকে বের হবেন না। খুবই প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করবেন।’ এদিন সাংবাদিকদের হাত থেকে মাস্ক ও গ্লাভস পেয়ে খুশি সব্জী বিক্রেতারা।ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন,’মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছিলেন বাড়ি থেকে যদি খুবই প্রয়োজনে বের হতে তাহলে অবশ্যই মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করুন। আমরা বিভিন্ন সময় খবরের কাজে এসে দেখেছি বেশ কিছু সব্জী বিক্রেতা মুখে মাস্ক পরছিলেন না। তাই আমরা এদিন ১০০ জন সব্জী বিক্রেতার হাতে মাস্ক ও গ্লাভস তুলে দিয়েছি। মুখে মাস্ক পরে ব্যবসা করার জন্য আমরা অনুরোধ করেছি বিক্রেতাদের।’