Breaking
1 Nov 2024, Fri

রাজ্যে প্রথম বাংলা ভাষায় ‘মাহি-ই-টিউশন’ অ্যাপে রেজিস্ট্রেশন করে বাড়িতে বসেই সমস্ত বিষয় পড়তে পারবে পড়ুয়ারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গৃহশিক্ষকের কথা ভাবছেন? অসুবিধা নেই। হাতে অ্যাণ্ডয়েড সেট আছে তো? ব্যস, তাহলেই হবে। বিশ্ব এখন মোবাইলে বন্দি। আর সেখানেই বড় সড় যুগান্তকারী পদক্ষেপ ‘মাহি-ই-টিউশন’ অ্যাপের। রাজ্যের পড়ুয়াদের কাছে সুখবর! রাজ্যের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষায় ‘মাহি-ই-টিউশন’ অ্যাপে রেজিস্ট্রেশন করলেই একসঙ্গে মিলবে সমস্ত বিষয় পড়ার সুবিধা। হাতে-কলমে শেখা থেকে শুরু করে প্রশ্নোত্তর, বছরে দু’বার পরীক্ষা সবকিছুই মুঠোফোনে বন্দি। আর অভিভাবকরা জানতে পারবেন তাঁদের সন্তানদের ‘মাহি-ই-টিউশন’ অ্যাপের মাধ্যমে কার্যকলাপের খতিয়ান। তাঁরা পড়ুয়ার মাধ্যমে লগ ইন করে দেখতে পারবেন সন্তানের পড়াশুনার রিপোর্ট কার্ড। ছ’মাস আগে এই অ্যাপের পথ চলা শুরু হয়েছে। বর্তমান লকডাউন পরিস্থিতিতে যা আরো বেশি করে জরুরী হয়ে উঠেছে স্কুল পড়ুয়াদের কাছে।

Developed by