Breaking
23 Dec 2024, Mon

উত্তরপ্রদেশে আটকে থাকা নয়াগ্রামের শ্রমিকদের পাশে দাঁড়াল নয়াগ্রাম “আরণ্যক উপজাতি কল্যাণ সমিতি”

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ লকডাউনের জেরে উত্তরপ্রদেশের কানপুরে আটকে রয়েছে
নয়াগ্রাম থানার কলমাপুকুরিয়া গ্রামের কিছুজন। ওই শ্রমিকরা এক ঠিকাদারের অধীনে উত্তরপ্রদেশের কানপুরে কাজ করত। বিশ্ব মহামারীতে শ্রমিকদের পরিবারের পাশে থাকার লক্ষ্যে এগিয়ে এল নয়াগ্রাম “আরণ্যক উপজাতি কল্যাণ সমিতি”। শ্রমিকদের পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিলেন “আরণ্যক উপজাতি কল্যাণ সমিতি”র সদস্য সুমন সাহু।

Developed by