Breaking
23 Dec 2024, Mon

সুবর্ণ সুযোগ ! এবার Mobile App এর মারফত অনলাইনে কেনাকাটা করুন ঝাড়গ্রাম শহরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
লকডাউনেই শুভ সংবাদ ঝাড়গ্রামবাসীর জন্য। বাড়ি থেকে বের হতে পাচ্ছেন না আপনি ? চিন্তা নেই। এসে গেছে পেপব্যাগ অনলাইন শপিং। পেপব্যাগ Mobile App এর মাধ্যমে আপনিও তাজা শাকসব্জী, ফল, মাংস, ডিম, মুদিখানা সামগ্রী, শিশুর খাদ্য ও যত্ন সামগ্রী, ব্যক্তিগত প্রসাধনী দ্রব্য, পরিষ্কারের পণ্যগুলি, সমস্ত প্রয়োজনীয় ভোজনযোগ্য এবং পরিবারের ব্যবহার যোগ্য পণ্য সরবরাহ করে এই সংস্থা। পেপব্যাগ বিভিন্ন নামি দামি ব্র্যান্ড ও সংস্থার সামগ্রী গ্রাহকদের সরবরাহ করছে।
গ্রাহকদের সরবরাহ করা প্রতিটি দ্রব্যের গুণমান নিশ্চিত করছে এই সংস্থা। ইতিমধ্যেই PepBag App এর এই সুবিধে ঘরে বসেই উপভোগ করছেন কয়েকশ ঝাড়গ্রামবাসী । আপনিও এই সুবিধে পাওয়ার জন্য আজই আপনার Smart Phone এ Google Play Store থেকে install করুন PepBag App আর ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় সমস্ত নিত্যপ্রয়জনীয় জিনিস পত্র।

Developed by