ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ-
বাড়িয়ে দাও তোমার হাত….
হ্যাঁ, এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা অ্যাথেলিটিক্স ক্লাব।
চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীদের লকডাউন থেকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন ক্লাবের সদস্যরা। ফোন করলেই নিত্য প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পৌঁছে দিচ্ছেন ক্লাবের সদস্যরা। ক্লাব সদস্যদের কথায়, আমরা হাসপাতালে এজন্য ফোন নম্বর দিয়ে ব্যানার দিয়েছিলাম। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রচার করা হয়েছিল। তারপর থেকেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ফোন করে জানাচ্ছেন, আবার কেউ হোয়াটস্যাপে লিখে পাঠাচ্ছেন।
তারপর আমরা দোকান থেকে কিনে বিল নিয়ে পোঁছে দিচ্ছি। তারপর বিল অনুযায়ী টাকা দিয়ে দিচ্ছেন তাঁরা। ক্লাবের সম্পাদক উজ্জ্বল পাত্র ও সভাপতি দেবমাল্য পরিচ্ছা বলেন, এই মহামারির সময় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত আছেন, তাঁরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। মানবিক দিক থেকে আমরা উনাদের পাশে আছি। শুধু এই সময় নয়, যে কোন প্রয়োজনে আমাদের সাহায্য চাইলে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।