Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম পুলিশ লাইনের কনস্টেবলরা নিজেদের অর্থ দিয়ে ১১০টি পরিবারকে ত্রাণ দিলেন লোধাশুলি গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনেও সদা সতর্ক তাঁরা। কখন মানুষকে সবক শেখাচ্ছেন। কখনও আবার রক্ত দিয়ে প্রাণ বাঁচাচ্ছেন তাঁরা। তাঁরা আর কেউ নন পুলিশ কর্মীরা। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সমাজকে সু্স্থ রাখতে সদা সচেষ্ট তাঁরা। এবার তাঁরা নিজেদের সাহায্য মত ত্রাণ নিয়েও এগিয়ে এলেন। আর এই ত্রাণ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঝাড়গ্রাম পুলিশ লাইনের কনস্টেবলরা। বুধবার বেলপাহাড়ি ব্লকের সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের লোধাশুলি গ্রামে ১১০টি পরিবারের হাতে সেই ত্রাণ তুলে দেওয়া হয়। ত্রাণ গুলি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বেলপাহাড়ির ডিএসপি।

Developed by