Breaking
1 Nov 2024, Fri

গ্রাহকদের কম পরিমাণে রেশন দ্রব্য দেওয়ার অভিযোগে ভূরষা গ্রামের রেশন ডিলার বংশীবদন প্রাতিহারকে শোকজ করল খাদ্য দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গ্রাহকদের কম পরিমাণে রেশন দ্রব্য দেওয়ার অভিযোগে ভূরষা গ্রামের রেশন ডিলার বংশীবদন প্রাতিহারকে শোকজ করল খাদ্য দপ্তর। ওই ডিলারকে সাতদিনের মধ্যে শোকজের জবাবও দিতে বলা হয়েছে। উল্লেখ্য, কিছু গ্রাহককে গত আট বছর ধরে আবার কিছু গ্রাহককে পরিমাণে কম রেশন দ্রব্য দেওয়ার অভিযোগে গত শনিবার রেশন ডিলার বংশীবদন প্রতিহারকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে ছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ,’শুধুমাত্র রেশনে কম পরিমান সামগ্রী নয়, রেশনে এযাবৎ কোনদিন মেমো স্লিপও দেননি ডিলার।’ খবর পেয়ে বিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। লালগড় ব্লকের ফুড ইন্সপেক্টর শুভেন্দু মাজি ঘটনাস্থলে এসে অনেক গ্রামবাসীর সঙ্গে কথা বলার সময় ডিলারের গরমিল ধরা পড়ে। ঝাড়গ্রাম জেলার খাদ্য নিয়ামক মিঠুন দাস বলেন,’ওই ডিলারের কিছু দোষ পাওয়া গিয়েছে। তাই ডিলারকে শোকজ করা হয়েছে। শোকজের উত্তর পাওয়ার পর ওই ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

Developed by