ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমে নববর্ষ উপলক্ষে প্রার্থনা সভায় যোগ দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও এদিন তাঁর ঝাড়গ্রাম সফর ছিল কার্যত চুপিসারে। কারণ লকডাউন চলছে। তাই মন্ত্রীর আগমন জেনে যাতে তাঁর অনুগামীরা ভিড় জমাতে না পারে সে জন্যই কাউকেই আগাম জানাননি মন্ত্রী।
মিশনের সম্পাদক স্বামী শুভাকরানন্দ মহারাজের সাথে নববর্ষ উপলক্ষ্যে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনে প্রার্থনা সভায় যোগ দেন মন্ত্রী। এদিন সন্ধ্যায় কিছুটা সময় সেখানে কাটিয়ে ফের সাড়ে আটটা নাগাদ ঝাড়গ্রাম ছেড়ে বাড়ি ফেরেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
ছবি : ফেসবুকের সৌজন্যে।