Breaking
24 Dec 2024, Tue

৬৫ জন দুঃস্থ শবর পরিবারের পাশে দাঁড়ালেন তিন যুবক চন্দন মাহাতো, তন্ময় সিংহ ও মার্শাল হাঁসদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৬৫ জন দুঃস্থ শবর পরিবারের পাশে দাঁড়ালেন ঝাড়গ্রামের তিন যুবক চন্দন মাহাতো, তন্ময় সিংহ ও মার্শাল হাঁসদা।

ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার শিমুলডাঙা গ্রামের ৬৫ জন দুঃস্থ শবর পরিবারকে সোমবার ত্রাণ তুলে দিলেন চন্দন মাহাতো ,তন্ময় সিংহ ও মার্শাল হাঁসদারা। ৬৫ জন দুঃস্থ শবর পরিবারের হাতে চাল,ডাল,আলু ,সাবান তুলে দেওয়া হয়।

Developed by