Breaking
24 Dec 2024, Tue

মাস্ক,গামছা বা ওড়না লাগাও তারপর দরকারি কাজে যাও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
শহরবাসীকে দাঁড় করিয়ে মুখে মাস্ক ,গামছা বা উড়না লাগানো পরেই পুলিশ ছাড়ছে বাইরে বের হওয়া সমস্ত মানুষজনকে। ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে ঝাড়গ্রাম থানার পুলিশ সোমবার সকালে দরকারি কাজে রাস্তায় বের হওয়া সমস্ত মানুষকে সে মহিলা হোক বা পুরুষ সকলে দাঁড় করিয়ে সরকারি নির্দেশিকা অনুযায়ী মাস্ক পরিয়ে তবেই ছাড়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে বিনা মাস্কে আর দরকারি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না লকডাউন সময়ে।

Developed by