Breaking
24 Dec 2024, Tue

ঝাড়খণ্ড সীমান্তবর্তী ৪টি গ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌঁছানো হল ত্রাণ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জঙ্গলজীবী মানুষজন লকডাউনে তাদের অসহায় অবস্থা। লকডাউনকে মাথায় রেখে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নং ব্লক বেলপাহাড়ির শিমুলপাল গ্রাম পঞ্চায়েতের শুশনিজুবি,কোদলবনী, আমরোলা ,শাঁখাভাঙা এই ৪টি গ্রামে রবিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হলো ত্রাণ।মূলত এই গ্রাম গুলি একেবারে পাহাড়ের কোলে এবং ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম। এদের জঙ্গলই প্রধান জীবিকা জঙ্গলের কাঠ না আনলে ভাত চড়ে না হাড়িতে। এই অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়া হল ত্রাণ।

Developed by