Breaking
24 Dec 2024, Tue

ভিন রাজ্য থেকে আসা দুই শ্রমিককে ওষুধ ও খাবার কিনে দিলেন তৃণমূলের যুব নেতা সত্যকাম পট্টনায়েক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার সন্ধ্যায় উড়িষা থেকে গোপীবল্লভপুরে পায়ে হেঁটে পৌঁছায় দুই যুবক কাজল দাস ও জয়দেব দাস। ভিন রাজ্য থেকে আসা দুই যুবকের খবর পেয়ে বাজারে ছুটে যান গোপীবল্লভপুর ১নং ব্লকের তৃণমূলের যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক। দুই যুবকের কাছে সত্যকাম জানতে পারেন তাঁদের বাড়ি ঝাড়গ্রাম ব্লকের বাঁকশোল গ্রামে। তাঁরা উড়িষার কটকে এক ঠিকাদারের কাছে দিন মজুরের কাজ করতেন। গত ২ এপ্রিল কটক থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে এদিন সন্ধ্যায় গোপীবল্লভপুর পৌঁছালে ক্লান্ত হয়ে পড়েন। খবর পেয়ে গোপীবল্লভপুর ১নং ব্লকের তৃণমূল যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক কাজল দাস ও জয়দেব দাসকে নিয়ে বিস্কুট, ফল ও ওষুধ কিনে দেন।

Developed by