Breaking
24 Dec 2024, Tue

মৃত হাতির দুটি দাঁত উদ্ধার করল জামবনি থানার পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
মৃত হাতির দুটি দাঁত উদ্ধার করল জামবনি থানার পুলিশ। সোমবার দুপুরে জামবনির বাঁকড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ক্ষতবিক্ষত দাঁতাল হাতির মৃতদেহ। তখনই দেখা যায়, হাতির দুটি দাঁত কুঠার দিয়ে কেটে চম্পট দিয়েছিল কেউ। হাতির দাঁত চুরি হওয়ার পরই বনদপ্তরের পক্ষ থেকে জামবনি থানায় এফআইআর করা হয়। তারপরেই তদন্তে নামেন পুলিশ। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে মঙ্গলবার সন্ধ্যায় বাঁকড়া গ্রামের কালভার্টের নীচ থেকে হাতির দু’টি দাঁত উদ্ধার করে জামবনি থানার পুলিশ। জামবনি থানার আইসি বিশ্বজিৎ পাত্র বলেন,‘বাঁকড়া গ্রামের কালভার্টের নীচ থেকে দু’টি দাঁত উদ্ধার করা হয়েছে। এরপর আইন অনুযায়ী বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।’ ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বলেন,‘জামবনি থানায় আমরা এফআইআর করেছিলাম। তদন্তে নেমে হাতির দু’টি দাঁত উদ্ধার করেছে পুলিশ ।’

Developed by