Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম ব্লকের কন্যাডুবার ২০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি বীরবাহা সোরেন টুডু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম ব্লকের কন্যাডুবার ২০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি বীরবাহা সোরেন টুডু। গতকালই ঝাড়গ্রাম জেলার তৃণমূলের পর্যবেক্ষক ঝাড়গ্রাম জেলার অসহায় মানুষদের জন্য ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট পাঠিয়ে ছিলেন লরিতে করে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের কাছে তা পাঠানোর কাজ চলছে। তেমনি এদিন ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের কন্যাডুবা গ্রামে ২০টি অসহায় পরিবারের হাতে সেই ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা সভাপতি বীরবাহা সোরেন টুডু। জেলা সভাপতি বীরবাহা সোরেন টুডু বলেন,‘আমাদের দলের মহাসচিব তথা জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন কলকাতা থেকে তা জেলার প্রান্তিক, অসহায় ও দুঃস্থ মানুষজনের হাতে তা বিতরণ করা হচ্ছে।’

Developed by