Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম জেলার অসহায় মানুষদের জন্য ত্রাণ পাঠালেন রাজ্যের তথা জেলার পর্যবেক্ষক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার অসহায় মানুষদের জন্য ত্রাণ পাঠালেন রাজ্যের তথা জেলার পর্যবেক্ষক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় সারা দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। একমাত্র লকডাউনই পারে একের সঙ্গে অন্যকে সামাজিক দূরত্ব তৈরি করতে। রাজ্যেও দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আর এই লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন দিনমজুর থেকে শুরু করে দরিদ্র মানুষজন। এবার সেই সব মানুষদের পাশে দাঁড়াতেই রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার ৪৬০০ পরিবারের জন্য ত্রাণ পাঠালেন। খুব শীঘ্রই দরিদ্র মানুষের হাতে ওই ত্রাণ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি বীরবাহা সোরেন টুডু।

Developed by