ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
টানা ১২ দিনের লকডাউনের জের। সঙ্গে করোনার আতঙ্ক! অর্থনৈতিক ব্যবস্থাও খুবই করুন। দুঃস্থ মানুষরা মুখে দু’মুঠো অন্ন তোলার চিন্তায় এখন ভাঁজ ফেলেছে কপালে। পুরাতন ঝাড়গ্রামের ১৩ নম্বর ওয়ার্ডের লোধা-শবর ও পিছিয়ে পড়া দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক গিরিজাশঙ্কর মল্লদেব। মঙ্গলবার সকাল বেলায় নিজের পেনশনের টাকায় পুরাতন ঝাড়গ্রামের ৫০টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন চুয়াত্তর বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক গিরিজাশঙ্কর মল্লদেব। তিনি বলেন,’লকডাউনে দুঃস্থ মানুষগুলির পাশে আমার সামর্থ্য অনুযায়ী নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে নিজেকে খুব ভালো লাগছে।’