Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রামের বাকড়ার জঙ্গলে উদ্ধার হাতির দেহ, দাঁত নিয়ে ধন্দে বনদপ্তর!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের মাঝেই উদ্ধার হল এক পূর্ণবয়স্ক হাতির দেহ। সোমবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ঝাড়খণ্ড বর্ডারের পাশে বাকড়ার জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে একটি হাতির দেহ। কিন্তু হাতির দাঁত কোথায় গেল তা নিয়ে ধন্দে বনদপ্তর! হাতির শরীরে একাধিক আঘাতের দাগ রয়েছে। হাতির মৃত্যু নিয়ে পরিস্কার কিছু জানাতে পারছেন না বনদপ্তরের কর্তারা। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বলেন,‘হাতিটির ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে।’ যদিও লকডাউনের সুযোগে দুষ্কৃতিরা এঘটনা ঘটিয়েছে কিনা তাও পরিস্কার নয় বনদপ্তর। নাহলে হাতির দাঁত কেটে নিয়ে যাবে কে?

Developed by