Breaking
24 Dec 2024, Tue

লকডাউনের মাঝে অকাল প্রয়াণ তৃণমূল নেতা তথা ফুটবলার বুদ্ধেশ্বর টুডুর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের মাঝে অকাল প্রয়াণ তৃণমূল নেতা তথা ফুটবলার বুদ্ধেশ্বর টুডুর। শুক্রবার রাতে তিনি প্রয়াত হন। গিধনী স্পোটিং ক্লাবের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত ছিলেন ফুটবলার বুদ্ধেশ্বর টুডু। বামবিরোধী রাজনীতিতে তাঁর হাতেখড়ি। প্রথমে ঝাড়খণ্ড পার্টি এবং পরবর্তী কালে তৃণমূলে যোগ দেন বুদ্ধেশ্বর টুডু। জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি পরবর্তী কালে তিনি অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সদস্য ছিলেন। শুধু তাই নয় সেবাভারতী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতিতে তিনি রাজ্য সরকারের মনোনীত সদস্যও ছিলেন। রাজনৈতিক নেতা থেকে তিনি বেশি পরিচিত ছিলেন ফুটবলার হিসেবে। ফুটবলের দূরন্ত গতি মাঠে এক নামে সবাই চিনতেন বুদ্ধশ্বেরকে। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক ব্যাধিতে ভুগছিলেন। তারপর গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন। ঝা়ডগ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানায়।
ছবি : ফেসবুক থেকে প্রাপ্ত

Developed by