ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
মারণব্যাধি করোনা ভাইরাস নিয়ে সরকারের এত সচেতনতার প্রচার সত্ত্বেও মানুষ কিন্তু অচেতন ! অন্তত সেই ছবিটাই ধরা পড়ল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের ক্যামেরায়। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে এলাকায় বার বার মাইকিং করে মানুষকে গৃহবন্দি থাকতে বলা হচ্ছে। সচেতন করতে পারছেনা সরকার বাংলা ও সাঁওতালি ভাষায় এলাকায় এলাকায় সচেতনতা প্রচার করছে। কি করতে হবে আর কি করতে হবে না সে বিষয়ে। কিন্তু সবকিছু যেন সেই একই তিমিরে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীর ব্লকের ওদলচুয়া গ্রামে শনিবারের সকালের চিত্রটা তাই প্রমাণ করল। লকডাউন বাদে সাধারণ আর পাঁচটা দিনের মত মানুষের সেই ভিড় চা দোকানে। সঙ্গে আড্ডা দেওয়া ও একসঙ্গে বসে গল্প-গুজব করা। যেখানে সারাদেশে হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনা প্রকোপের ছবি। এখনও যদি করোনা নিয়ে মানুষ সচেতন না হন তাহলে কবে বুঝবে ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। লকডাউনের সময় সংক্রমণ এড়াতে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।