Breaking
24 Dec 2024, Tue

তিন পেরিয়ে চারে পা দিল ঝাড়গ্রাম জেলা, জন্মদিনে আপামর ঝাড়গ্রামবাসীকে শুভেচ্ছা রইল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তিন পেরিয়ে চারে পা দিল ঝাড়গ্রাম জেলা। হ্যাঁ, আজকের দিনের বহু প্রতীক্ষিত ঝাড়গ্রাম জেলার জন্ম হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই।

তিনিই পিছিয়ে পড়া ছোট্ট এই জেলাকে পশ্চিম মেদিনীপুর থেকে বিভক্ত করে আলাদা জেলার জন্ম দিয়েছেন সরকারি ভাবে। ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে আজকের দিনে রাজ্যের মধ্যে নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ঝাড়গ্রাম জেলা। এক উজ্জ্বল আগামীর সম্ভাবনায় গঠিত হয় ঝাড়গ্রাম জেলা। তিন বছরের এই জেলাকে মুখ্যমন্ত্রী উপহারের ডালি দিয়ে ভরিয়ে দিয়েছেন। ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের প্রত্যেকটিতে একটি করে নতুন মডেল স্কুল, কিষান মান্ডি, আইটিআই, কর্মতীর্থ, সরকারি কলেজ স্থাপনের পাশাপাশি জেলায় তিনটে সুপার স্পেশালিটি হাসপাতাল, দুটি নার্সিং স্কুল, একটি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়।

পাশাপাশি একটি মেডিকেল কলেজ ও ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর কাজও চলছে দ্রুত গতিতে। আর বাড়তি পাওনা ঝাড়গ্রামের সঙ্গে ওড়িশা-খড়গপুরের যোগাযোগ ঘটিয়ে দূরত্ব কমিয়ে দিয়েছে জঙ্গলকন্যা সেতু। শুধু তাই নয় একাধিক ব্রীজ ও রাস্তা তৈরির মাধ্যমে ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছে সুন্দর যোগাযোগের রাস্তা। যার ফলে কম সময়েই অতি দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যাচ্ছে। আজ চতুর্থ জন্মদিনে আপামর ঝাড়গ্রাম জেলাবাসীকে শুভেচ্ছা রইল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে। অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম আরো সবুজ হয়ে উঠুক আপনাদের সহযোগিতায়। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Developed by