Breaking
24 Dec 2024, Tue

লকডাউনের মাঝেই প্রয়াত হলেন অবিভক্ত মেদিনীপুরের শিক্ষাবিদ তথা বামপন্থী শিক্ষক আন্দোলনের পুরোধা তুষার পঞ্চানন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের মাঝেই প্রয়াত হলেন অবিভক্ত মেদিনীপুরের শিক্ষাবিদ তথা বামপন্থী শিক্ষক আন্দোলনের পুরোধা তুষার পঞ্চানন। শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ তিনি ঝাড়গ্রাম নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঝাড়গ্রাম নার্সিং হোমেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও মেদিনীপুর জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক মন্ডলী সদস্য তুষার পঞ্চানন। সর্বোপরি তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতিপ্রেমী মানুষ। শিক্ষক তুষার পঞ্চাননের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Developed by