Breaking
24 Dec 2024, Tue

জীবানু মারতে ঝাড়গ্রাম জেলা শহরের পুলিশের জলকামান দিয়ে স্প্রে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জীবানু মারতে ঝাড়গ্রাম জেলা শহরের পুলিশের জলকামান দিয়ে স্প্রে করা হল। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শুক্রবার দুপুরে এবং ঝাড়গ্রাম শহরকে জীবানুমুক্ত করতে জলকামান দিয়ে স্প্রে করা হয়। ঝাড়গ্রাম পৌরসভা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম শহরের সমস্ত জায়গায় জলকামান দিয়ে জীবানুনাশক স্প্রে করা হয়। যতদিন যাচ্ছে সারাদেশে তত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। আর ভাইরাস থেকে মুক্তির জন্য শহরের বিভিন্ন এলাকায় জলকামান দিয়ে জীবানুনাশক স্প্রে করা হয়।

Developed by