Breaking
24 Dec 2024, Tue

লকডাউনে শিলদার অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন মানস মণ্ডল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনে শিলদার অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন মানস মণ্ডল। করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশ জুড়ে জারি করা হয়েছে লকডাউন। রাজ্যেও দিন দিন বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। বিনপুর ২ নম্বর ব্লকের মানস মণ্ডল নিজের উদ্যোগে কু়ড়চিবনী গ্রামের অসহায় মানুষগুলির হাতে চাল,ডাল,আলু,মুড়ি দেন।
ওই গ্রামের ৩০০ টি দুঃস্থ পরিবারকে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

Developed by