Breaking
24 Dec 2024, Tue

নিজের সঞ্চিত অর্থ থেকে রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে ২০ হাজার টাকার চেক তুলে দিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি বীরবাহা সোরেন টুডু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নিজের সঞ্চিত অর্থ থেকে রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে ২০ হাজার টাকার চেক তুলে দিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি বীরবাহা সোরেন টুডু। শুক্রবার ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে গিয়ে জেলাশাসক আয়েশা রানি এ-র হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি বীরবাহা সোরেন টুডু। পেশায় শিক্ষিকা বীরবাহা সোরেন টুডু বলেন,‘মুখ্যমন্ত্রী সকল মানুষের কাছে আবেদন করেছেন করোনা মোকাবিলার জন্য রাজ্য জরুরি ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের জন্য। আমি আমার সঞ্চিত অর্থ থেকে এদিন জেলাশাসকের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দিয়েছি রাজ্য জরুরি ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য।’ পাশাপাশি এদিন জামবনি ব্লকের টুলিবড় হাইস্কুলের পক্ষ থেকে ২৯ হাজার টাকার চেকও তুলে দেওয়া হয়েছে জেলাশাসকের হাতে রাজ্য জরুরি ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য।

Developed by