ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুঃস্থ লোধা-শবর ও উপজাতি সম্প্রদায়ের মানুষজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বড়পাল যুব সংঘ ক্লাব। করোনা ভাইরাসেরে জেরে লকডাউন চলছে সারা দেশ জুড়ে। সংকটময় এই পরিস্থিতিতে দুঃস্থ লোধা-শবর ও উপজাতি সম্প্রদায়ের মানুষজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বড়পাল যুব সংঘ ক্লাব। এদিন ক্লাবের পক্ষ থেকে স্থানীয় বড়পাল, বিরিহান্ডি, মধুপুর ও কুঁড়াশোল গ্রামের প্রায় ৭০টি অভাব অনটনগ্রস্থ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, একটি সোয়াবিন প্যাকেট, ৫০০ গ্রাম ডাল, মুড়ি, পেঁয়াজ, কুঁমড়ো, বরবটি, করলা, লবন তুলে দেওয়া হয়। এছাড়াও হাত ধোওয়ার জন্য সাবান ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় দুঃস্থ পরিবার গুলির হাতে। এই পরিবার গুলির আর্থিক উপার্জনের মূল রাস্তা ছিল জঙ্গলের শুকনো কাঠ, পাতা বিক্রি। লকডাউনের জেরে সেই কাজ এখন বন্ধ।