Breaking
24 Dec 2024, Tue

দুঃস্থ লোধা-শবর ও উপজাতি সম্প্রদায়ের মানুষজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বড়পাল যুব সংঘ ক্লাব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুঃস্থ লোধা-শবর ও উপজাতি সম্প্রদায়ের মানুষজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বড়পাল যুব সংঘ ক্লাব। করোনা ভাইরাসেরে জেরে লকডাউন চলছে সারা দেশ জুড়ে। সংকটময় এই পরিস্থিতিতে দুঃস্থ লোধা-শবর ও উপজাতি সম্প্রদায়ের মানুষজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বড়পাল যুব সংঘ ক্লাব। এদিন ক্লাবের পক্ষ থেকে স্থানীয় বড়পাল, বিরিহান্ডি, মধুপুর ও কুঁড়াশোল গ্রামের প্রায় ৭০টি অভাব অনটনগ্রস্থ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, একটি সোয়াবিন প্যাকেট, ৫০০ গ্রাম ডাল, মুড়ি, পেঁয়াজ, কুঁমড়ো, বরবটি, করলা, লবন তুলে দেওয়া হয়। এছাড়াও হাত ধোওয়ার জন্য সাবান ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় দুঃস্থ পরিবার গুলির হাতে। এই পরিবার গুলির আর্থিক উপার্জনের মূল রাস্তা ছিল জঙ্গলের শুকনো কাঠ, পাতা বিক্রি। লকডাউনের জেরে সেই কাজ এখন বন্ধ।

Developed by