Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের উদ্যোগকে কুর্নিশ জানালেন ৪ লক্ষের অধিক মানুষ!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউন চলছে। কিন্তু অবলা প্রাণীগুলোর কি হবে? তা ভেবেই ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের উদ্যোগে শুরু হয় ঝাড়গ্রাম শহরের পথ কুকুরদের খাবারের ব্যবস্থা করা। ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সদস্যরা ইতিমধ্যে নিজেদের সঞ্চিত অর্থ থেকে রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলেও আর্থিক সাহায্য করেছেন। তারপর এই অবলা প্রাণী গুলোর জন্য এগিয়ে আসেন তাঁরা। নিজেদের মত করে বিস্কুট ও রাতে খিচুড়ি ব্যবস্থা করে। এমনকি ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সদস্যরা নিজেরাই সেই সমস্ত খাবার পথ কুকুরদের খাওয়ায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে পড়েছে। এখনও পর্যন্ত এহেন ভিডিওটি দেখেছেন ৪ লক্ষ ২৫ হাজার মানুষ। ভিডিও দেখে লাইক দিয়েছেন ৫২ হাজার মানুষ। ৭৫৬ জন ইতিমধ্যে কমেন্ট করেছেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।

Developed by