Breaking
23 Dec 2024, Mon

৩১টি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াল এসএফআইয়ের  শিলদা ইউনিট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৩১টি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াল এসএফআইয়ের শিলদা ইউনিট। শিলদার এসএফআইয়ের নেত্রী মধুশ্রী মজুমদারের নেতৃত্বে গৌরাঙ্গ দুলে, তমাল দাস, চন্দ্রানী মহাপাত্ররা ৩১টি অসহায় ও দুঃস্থ পরিবারে হাতে ডাল, সোয়াবিন, আলু, মুড়ি তুলে দেওয়া হয়। মধুশ্রীরা নিজেরাই নিজেদের হাত খরচের জমানো টাকা ও এলাকার শুভানুধ্যায়ীদের সহযোগীতায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান।

Developed by