Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পাঠক সংখ্যা ২৫ হাজার অতিক্রম করল !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
খবর মানে মনগড়া নয় ! খবর মানে সাজানো নয় ! খবর মানে সঠিক,নির্ভুল ও তথ্য নির্ভর। যা ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ প্রথম থেকে করে আসছে। আগামী দিনেও তাই করবে সাধারণ মানুষের স্বার্থে।
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের ক্যাচলাইনই হল- “মানুষের সাথে। খবরের মাঝে।”
দেড় বছরে আমাদের পেজের পাঠক সংখ্যা ২৫ হাজার অতিক্রান্ত করেছে। যা আমাদের কাছে সত্যিই আনন্দের। ছোট্ট এই ঝাড়গ্রাম জেলা থেকে একমাত্র ও সর্বাধিক প্রচারিত নিউজ পোর্টাল ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে’র মাধ্যমে আমরা জনগনের সুখ-দুঃখের কথা তুলে ধরি প্রতিনিয়ত। সেই সঙ্গে পর্যটন শহর ঝাড়গ্রামকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে আমরা নিজেদের মত নানা কর্মকাণ্ড করে চলেছি, যা ভ্রমণ পিপাসু মনকে অবশ্যই আহ্বান জানায়। পথ চলার ক্ষেত্রে অনেক ঝড়-ঝাপটা, বাধা-বিপত্তি এসেছে। তাকে সামলে মাথা উঁচু করে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি। কারণ এগিয়ে চলায় জীবনের ধর্ম। উপনিষদের সেই বাণী,’চরৈবতি চরৈবতি’। সর্বোপরি, ঝাড়গ্রামবাসীর মুখপত্র হয়ে উঠুক ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ। এভাবেই আগামীর পথ চলার ক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রাখি।
ধন্যবাদ।

Developed by