Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম পুরসভার ৫ নং ওয়ার্ডে শবর পরিবারের হাতে ত্রাণ তুলে দিল শক্তিসংঘ ক্লাব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের জন্য স্তদ্ধ বন্ধ কাজকর্ম। যার ফলে দিন আনা দিন খাওয়া শবর ও দুঃস্থ মানুষ গুলির দু’মুঠো অন্ন জোগাড় করায় এখন দুস্কর। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম পুরসভার ৫ নং ওয়ার্ডে শবর পরিবার গুলির হাতে চাল, আলু, সোয়াবিন, তুলে দিল ঝাড়গ্রামের ভালুকখুলিয়া শক্তিসংঘ ক্লাবের সদস্যরা। মানুষগুলি ত্রাণ পেয়ে দু’হাত তুলে আর্শীবাদ করলেন ক্লাবের সদস্যদের।

Developed by