Breaking
23 Dec 2024, Mon

৩০টি দুঃস্থ পরিবারকে দুপুরের আহারের ব্যবস্থা করল চুবকা গ্রাম পঞ্চায়েত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
লকডাইন চলছে সারা দেশ জুড়ে। লকডাউনের ফলে দুঃস্থ মানুষ গুলির দুমুঠো অন্ন মুখে তুলেই দেওয়ায় এখন কঠিন কাজ। মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের চুবকা গ্রাম পঞ্চায়েতের চুবকা গ্রামের ৩০ টি দুঃস্থ পরিবারকে দুপুরের খিচুড়ি আহারের ব্যবস্থা করে চুবকা গ্রাম পঞ্চায়েত। চুবকা গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয়শঙ্কর সেন নিজে দাঁড়িয়ে থেকে দূরত্ব বজায় রেখে খিচুড়ি প্রদান করেন।

Developed by