ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সারা দেশ জুড়ে লকডাইন চলছে। লকডাউনের জেরে দুঃস্থ মানুষ গুলির অবস্থা খুবই করুন হয়ে পড়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের বেলিয়াবেড়া গ্রামের ১৫০টি দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু তুলে দিলেন বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন শীট ও উপপ্রধান রমেশ বাগ। গ্রামের দুঃস্থ মানুষগুলি ত্রাণ হাতে পেয়ে আর্শীবাদ করেন প্রধান ও উপ-প্রধানকে।