ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাঝে মাঝে রক্ত দিতে হয় নবম শ্রেণীর রিতিকা দাসকে। লকডাউন চলায় চিন্তিত হয়ে পড়েন পরিবার। হাসপাতালে নিয়ে যাবে কিভাবে ? তা নিয়ে চিন্তায় পড়েন রিতিকার পরিবার। পেটবিন্ধি ডি.কে.এম হাইস্কুলের ছাত্রী সে। বেলিয়াবেড়া থানার
জ্যোতিগোবরা গ্রামের বাসিন্দা রিতিকাকে প্রতিনিয়ত এ পজেটিভ রক্ত দিতে হয়। ওর বাড়ির লোক কয়েকদিন চারিদিকে চেষ্টা করেও হাসপাতালে নিয়ে যেতে পারেনি। আর্থিক অনটনের জন্য গাড়ি ভাড়া করে যাওয়াও দুঃসহ ব্যাপার হয়ে উঠে। তারপর বেলিয়াবেড়া ব্লকের তৃণমূল নেতা কালীপদ সুরের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজে গাড়ির ব্যবস্থা করে এফিন মেদিনীপুর হাসপাতালে পাঠান।