Breaking
23 Dec 2024, Mon

ত্রাণবিলিতে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের ‘কাছে’ যেতে ‘ঠাণ্ডা লড়াই’ শহরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রামকৃষ্ণ মিশন। নামটা শুনলেই আধ্যাত্মিক চেতনার ভাব যেমন জাগ্রত হয়। তেমনি দুঃস্থ ও দরিদ্র মানুষের সেবা করার ইচ্ছাও জাগ্রত হয়। বর্তমানে করোনা মহামারী বিশ্বে থাবা বসিয়েছে। করোনা মোকাবিলায় সারা দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। যার যেখান থেকে বাদ নেই ঝাড়গ্রাম জেলাও। লকডাউনের জেরে দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দুবেলা দুমুঠো অন্ন! ঝাড়গ্রাম জেলায় ব্যক্তিগত বা সমষ্টি গত উদ্যোগে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। কিন্তু গত দুদিন ধরে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রম দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর কাজ শুরু করতেই মিশনের ‘কাছে’ যেতেই ‘ঠাণ্ডা লড়াই’ জমে উঠেছে শহরের সোশ্যাল মিডিয়ায়। একে অপরের বিরুদ্ধে ‘তোপ’ দেগেছেন। কেউ আবার নিরপেক্ষ থেকে কাজ করার ‘নিদান’ দিয়েছেন। আবার তারাই যখন মিশনের ‘কাছে’ এসে যাচ্ছে তখন তাঁরাই সোশ্যাল মিডিয়ায় তাদের ‘চিৎকার’ বন্ধ করে দিচ্ছেন। যদিও মা সারদার কথায়,“আমি সতেরও মা, অসতেরও মা”।

Developed by