Breaking
1 Nov 2024, Fri

করোনার ভয়ে ঝাড়গ্রামে পাণীয় জল বন্ধ করে নার্সকে বাড়ি ছাড়তে বললেন মালকিন !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চলছে লকডাউন। বাড়ির বাইরে এক পা ফেলার কথা নয়। যে যার ঘরে রয়েছেন। এরই মাঝেই উঠে এল এক অমানবিক চিত্র! করোনা আতঙ্কে পাণীয় জল বন্ধ করে নার্সকে ভাড়া বাড়ি ছাড়তে বললেন বাড়ির মালকিন। রীম্পা মণ্ডল পাল নামে ওই নার্স ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আছেন। পরিবার নিয়ে গত পাঁচ মাস আগে ঝাড়গ্রাম শহরের ১১ নম্বর ওয়ার্ডের পুরাতন ঝাড়গ্রামে ঝর্ণা নামাতা নায়েকের বাড়ি ভাড়া নিয়েছিলেন। নার্স রীম্পা মণ্ডল পালের অভিযোগ,‘করোনা ভাইরাস নিয়ে তোলপাড়ের পর থেকেই বাড়ির মালকিন আমার সঙ্গে গণ্ডগোল শুরু করেন। এমনকি আমার স্বামীকে একদিন মারতেও যায়। এহেন ঘটনা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লে আমাকে মৃগী রোগী বলে বাড়ির মালকিন ঝর্ণা। তারপরই বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। লকডাউনের মাঝে ভাড়া বাড়ি ছেড়ে কোথায় যাব ? একথা শুনেই গত শনিবার রাতে আমার পাণীয় জল বন্ধ করে দেয়। বিষয়টি আমি রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানায়।’ অন্যদিকে বাড়ির মালকিন ঝর্ণা নামাতা নায়েক বলেন,’আমি নার্সকে স্বাস্থ্য সম্মত ভাবে বাড়িতে থাকতে বলেছিলাম। তাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ ডেকেছে ওই নার্স।’ রবিবার বিকেলে ঝাড়গ্রাম থানার পুলিশ এসে বাড়ির মালকিনকে সাফ জানিয়ে দেয়, এরকম ঘটনা কোন বরদাস্ত করা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘এধরনের ঘটনা একেবারে বরদাস্ত করা হবে না। স্বাস্থ্যকর্মীদের পাশে সমাজের সকলের দাঁড়ানো উচিত।’

Developed by