Breaking
23 Dec 2024, Mon

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১,১১,১১১ টাকা দান ঝাড়গ্রামের মহিলা উদ্যোগপতির।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ এগারো হাজার একশো এগারো টাকা দান করলেন ঝাড়গ্রাম টেক্স প্রিন্টের কর্ত্রী সমিতা চ্যাটার্জী। রবিবার দুপুরে ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ-র হাতে চেক তুলে দেন সমিতাদেবী। ছিলেন তাঁর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী রতন চ্যাটার্জীও। সমিতাদেবী বলেন, ‘করোনার এই সংক্রমণে রাজ্য ও দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি। এই পরিস্থিতিতে তাই বসে থাকতে পারলাম না। সাধ্যমত অর্থ সাহায্য করলাম।’ সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদনও জানিয়েছেন সমিতাদেবী।

Developed by